স্টেপ আপ এ যাত্রাটা এক কথায় ফ্যান্টাস্টিক। সাপোর্ট এক্সিকিউটিভ যেভাবে আমাকে সব কাজ গুছিয়ে দিয়েছে সেটা প্রশংসা করার মত। সে আমাকে কিভাবে বিজনেস করার জন্য সাপোর্ট নিতে হবে সেই জুম কনফারেন্সের ব্যবস্থা করছে পারফেক্টলি এবং পুরাতন ওয়েবসাইট আবার সচল করার জন্য সুপার লেভেলের টিম সাপোর্ট দিয়েছে। এটা হয়তোবা অন্য কোন এজেন্সিতে ১ লাখ টাকা দিও পাওয়া যাবে না। টিমকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না বরংচ বিজনেস উঠার পরে অবশ্যই গিফট দিব।
Thanks a lot