আমি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র। আমার ইচ্ছা ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে কাজ করা। কিন্তু ফাহমিদ ভাইয়ের কথা অনুযায়ী আমার ২-৩ লাখ টাকা লাগবে যা এই মুহূর্তে আমার নেই এবং উনি বললেন যে ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে কাজ করলে অনেক সময় দেওয়া প্রয়োজন। সেই হিসেবে পড়াশোনার পাশাপাশি সময়ও দেয়াটা কঠিন হবে আমার পক্ষে। তারপরও আমি কষ্ট করে হয়ত টাকা ও সময় manage করতে পারব। কিন্তু সেটা পরের বিষয়। এখন আমার প্রশ্নঃ
১। আমার ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কি আমার কাজ করা ঠিক হবে?
২। Freelancing আমার করার ইচ্ছে নেই। তারপরও আমার কি Freelancing এর দিকে যাওয়া উচিত? কারণ সেখানে competetion অনেক বেশি এবং অনেক সময় দেয়া লাগবে।
৩। আর আমি এখনও ব্যাচেলর পাশ করিনি। তাই আমার কি ফুল টাইম চাকরির দিকে যাওয়া উচিত?