প্রথমে স্টেপাপ টিমের সকল লিজেন্ড দের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা পোষণ করছি। বিশেষ করে যার কথা একটু বিশেষ ভাবে বলতে হয় সে হলো আমার কি একাউন্ট ম্যানাজার (Ashraful Islam) ভাই!
তার ব্যপারে তেমন ভাবে কিছু বলার নেই, যারা তার কাছ থেকে সহযোগীতা বা কথোপকথন করেছেন তারাই জানেন তার ব্যক্তিত্ত কোন গ্রেড এর।
- আমি আমার প্রেক্ষাপট এ কিছু বলি, ভাই এর মাধ্যমে আমার ডোমেইন কিনা থেকে শুরু করে সকল বিষয়ে হেল্প পেয়েছি আলহামদুলিল্লাহ। মনে হয় নিজ ভাই ভেবে সব কিছুতে সাহায্য করতেছে। এবং সে নিজেই বলছে সামনে আরো অনেক বিষয়ে প্রাক্টিক্যালি সাহায্য করবে। সব মিলিয়ে খুবি হেল্পফুল ম্যান। তার প্রতি মন থেকে দোয়া ও ভালোবাসা রইলো!
- নেতাজি ফাহমিদ ভাই, আপনার নেতৃত্বের মাধ্যমেই তো এত কিছু সম্ভব হয়েছে। স্যালুট ভাই।।