Fahmid Al Nayem Nayem স্যার, আমাদের সকল সাপোর্ট গুলো এখন থেকেই চালু করলে ভালো হতো, যাদের রানিং বিজনেস আছে তাদের যে সকল সমস্যাগুলো আছে সেইগুলো সমাধান করার সাপোর্ট টা এখন পেলে ভালো হতো, যেমন আমার ঈদের ৫ দিন পর একটা ওয়েবসাইট এর গুগল ট্যাগ মেনেজার দিয়ে ফেসবুক এর সাথে কানেক্ট করতে হবে কিন্তু আমি সেইটা পারি না, আর সেইটা তো কাস্টমারকে বলতে পারছি না কাজটা করেই দিতে হচ্ছে, সেই ক্ষেত্রে সাপোট টা এখন থেকে পেলে ভালো হতো পাশাপাশি কোর্স গুলো করার সাথে সাথে নিজের পারফমেন্স ভালো করতে পারতাম আরো
আপনি ক্রমান্বয়ে কোর্স, সাপোর্ট সব কিছু পাবেন। আপনি রুলস অপশন থেকে রুলস গুলো আরো একবার দেখে নেবেন প্লিজ। বিশেষ করে ১০ নম্বর পয়েন্ট টি।