আসসালামু আলাইকুম সবারই দৃষ্টি আকর্ষণ করছি আমার প্রশ্নটা হল আমাদের ডোমেন হোস্টিং আর ফেসবুক সেলসের জন্য বুস্ট করতে হবে সেজন্য আমাদের প্রয়োজন ডলার সেজন্য আমাদের একটি ব্যাংক ডলার সাপোর্টার মাস্টার কার্ড লাগবে এই কার্ডটা কোথায় থেকে সংগ্রহ করবো ??? আর যদি কার্ড না থাকে স্টেপ আপ থেকে আমাদেরকে সাহায্য কি করবে ??
নিকটস্থ কোন মাস্তার কার্ড প্রভাইড কারি ব্যাংক থেকে নিজে সংগ্রহ করতে হবে।
কোন ব্যাংক থেকে নিলে সবচেয়ে ভালো হবে এবং কি কি প্রসেসের মাধ্যমে মাস্টার কার্ড প্রদান করে বলে সহযোগিতা করুন