=>আমি একজন ষ্টুডেন্ট আমার মনে হয় আমাদের কিছু কথা মেনে চলা উচিৎ….
১ নং:- আমরা কমিউনিটি তে যুক্ত হয়েছি এখানে অযথা কোনো কিছু পোষ্ট থেকে বিরত থাকা উচিৎ…
যেমন:- Allhamdillilah Done..জীবনের প্রথম পেইডে যুক্ত হয়েছি…কমিউনিটি পেয়ে গেছি ইত্যাদি….
কারন: এখানে জরুরী জিনিস পত্র জানার জন্য জানা যাবে…আমরা যদি উপরের অযথা কথা গুলা পোষ্ট করি তাহলে আমাদের জরুরী অনেক জিনিস আছে যেগুলা আমাদের অজানা থেকে যাবে…
এমন ও হইতে পারে অনেক অজানা প্রশ্ন আছে যেগুলা আমাদের মাথাতেই আসবেনা..আবার সার্চ দিয়ে ও দেখতে পারবো না.. কিন্ত আমাদের সাথের কেউ একজন প্রশ্ন করছে…সেটা খুব সহজেই আমারে চোখে পরবে জানতে পারবো… আমাদের ভালোর জন্য এসব পোষ্ট তেকে বিরত থাকা উচিৎ।
*আমি পার্সোনালি অনুরোধ করবো কমিউনিটি পরিচালক ভাইদের কে.. যে সব পোস্ট আমাদের কাজে আসবেনা সে সাব পোষ্ট সরিয়ে নিতে।
জরুরী প্রশ্ন পিন করে রাখতে যা আমাদের জান্য আবশ্যক জানতেই হবে.. আমরা কমিউনিটি তে ঢুকতেই যেনো চোখে পরে…
২নং:- আমরা অস্থির হয়ে গেছি কোর্স ভিডিও নাই আসতে দেরি হচ্ছে কেনো এটা ওটা সেটা..
=> ভাই আমরা যেহেতু ইমেইল পাচ্ছি…কমিউনিটি তে যুক্ত হতে পারছি…stepup graphy তে যুক্ত হতে পারছি….সেহেতু আমরা ধীরে ধীরে সব কিছু এমনিতেই পেয়ে যাবো ইনশাআল্লাহ।হয়তো কেউ ২ দিন আগে বা কেউ ২ দিন পরে কিন্তু পাবো সাবাই…একটু ধৈর্য্য ধরেন যদি জানতে পারেন কেউ একজন পাচ্ছে আপনি পান নাই উতলা না হয়ে একটু stepup ভাইদের সময় দিয়ে সাহায্য করেন আমার ধারোনা.. আসা করি তারাই নিজ দায়িত্বে আপনাকে খুজে বের করবে।
*** ভিডিও পাওয়ার জন্য হাও কাও করে ভিডিও পেয়ে কাজ না করে বসে থেকে ভগ্য কে দোষ দিয়ে লাভ নাই…
*** ভিডিও আসতে যে কয়দিন দেরি হচ্ছে সে কয়দিন আামাদরে করোনিয়=> রোড ম্যাপের ভিডিও ত পেয়েছি…সেখানে অনেক কিছু জানার আছে নিজের মতো করে নিজের প্লান তৈরি করা …
**নিজের মতো করে প্রস্তুতি নেওয়া…যেমন: নিস সিলেকশন.অনেক কঠিন একটি কাজ..প্রোপার নিস নিয়ে না এগুলে বেশিদুর যাওয়া যাবেনা…
আমরা কী নিয়ে কাজ করবো..সে সম্পর্কে যত পারা যায় ভিডিও আসার আগে পুরু ভাবে ওয়ার্কসপ চালু হবার আগে ইনফর্মেশন জোগার করা যেকোন মাধ্যম থেকে….এতে করে আমাদের জন্য এগুতে সহজ হবে।
***সব চাইতে জরুরি কথা:- কমিউনিটি থেকে বার বার বলতেছে…কিছু কিছু মানুষ যুক্ত হয়েছে ঝামেলা করার জন্যই…আমরা গুজবে কান না দেই …আমরা সবাই মানুষ রাগ সবার লাগে….অল্প কিছূ মানুষের ঝামেলার কারোনে আমরা যায়া প্রকিৃত কিছু করতে আসছি তারা যেনো ক্ষতি গ্রস্ত না হই…ভাইদের সময় দিয়ে সাহায্য করলে আসা করি তারা আমাদের সর্বশ দিয়ে সাহায্য করবেন …ধন্যবাদ সবাইকে যারা এক কষ্ট করে লেখাটা পরছেন…..
******এসব কথা কেউ পার্সোনালী নিয়ে অযথা বকাবকি করবেন না…..খারাপ লাগলে উগনোর করবেন…আরো খারাপ লাগলে পায়ে হাত দিয়ে মাফ চেয়ে নিচ্ছি ক্ষমা করবেন….
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই
Thank you …..
ok
ভাই আপনি সত্য কথাই বলেছেন শুধু শুধু ফাও কথা বলে কাজের সময়টা নষ্ট না করে যেটাতে কাজ হবে সেই কথাগুলো এখানে বলাই ভালো এটাতে সবাই উপকৃত হবে ।
আপনার কথাগুলো অবশ্যই ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ।
আশা করি কর্তৃপক্ষ আজে বাজে বা আননেসেসারি লেখা এপ্রুভ করা বন্ধ করবে।
Perfect
AGREE WITH YOU BROTHERS ,EVERYONE SHOULD BE PROPESSIONAL
আপনার কথা গুলো সত্যি ভালো লাগলো। ধন্যবাদ
সহমত ভাই।
আমি স্টেপআপ কমিউনিটি ভাইদের রিকুইয়েষ্ট করবো যেন অপ্রয়োজনীয় পোষ্ট এপ্রোভ না হয়। ধন্যবাদ।
Right