ভাই আমরা যারা ডিজিটাল সার্ভিস ডিজিটাল মার্কেটিং এজেন্সি নিয়ে কাজ করব। আমাদের যে ওয়েবসাইট টা দেওয়া হবে এখানে কি আমরা যে সার্ভিস প্রোভাইড করে থাকি সেগুলো দেওয়া থাকবে । যারা ফিজিকাল প্রোডাক্ট নিয়ে কাজ করে যেমন প্রোডাক্ট আপলোড করা থাকে আমরা যারা সার্ভিস প্রোভাইড করব আমাদের সার্ভিসগুলো কি ওইভাবে আপলোড করা যাবে ?
ভাই আমিও আপনার মতো সার্ভিস নিয়ে কাজ করতে চাচ্ছি। আমার যা মনে হয়,আমরা যখন স্টেপআপ থেকে আমাদের ওয়েবসাইট টা বানিয়ে নিবো তখন আমাদের ইচ্ছা মতো করে কাস্টমাইজ করে নিবো। এই যেমন ধরেন আমি কি কি স্কিল পারি সেগুলা থাকবে। আমি কোন কাজটা কতক্ষন এ ডেলিভার করতে পারবো। আমার কাজের প্রাইসিং থাকবে। আমার কিছু টেস্টিমোনি থাকবে। তারপর আমি যে কাজগুলো আগে করসি ওই বায়ারদের কিছু রিভিউ থাকবে। রানিং কাজের কিছু পার্ট আপলোড থাকবে। আমার কাছে কাজ দিলে বায়ার এর কতটা প্রব্লেম সল্ভ হবে,আমি বায়ারকে কতটা প্যারা মুক্ত রাখতে পারব। আমার নিজের একটা ইন্ট্রোডাকশন ভিডিও থাকবে। এইতো এইরকম জিনিসপত্র দিয়েই আমাদের সার্ভিস ওয়েবসাইটটা হয়তো সাজানো থাকবে এবং আমার মনে হয় এজেন্সী ওয়েবসাইট ও এইরকমই হবে। আর তার পরেওতো আমাদের সাপোর্ট এক্সেকিউটিভ ভাইয়ারা আছেন। উনারাই প্ল্যান করে সম্পূর্ণ বিষয়টা গুছিয়ে দিবে প্যারা নাই।
tnx vai