আসসালামু আলাইকুম আপনারা যেই ওয়েবসাইট আমাদেরকে দিবেন। সে ওয়েবসাইটের প্লাগিন্স গুলো এক বছর পর যখন আমি আবার রেনু করব।তখন ওগুলো প্লাগিন্স আপনাদের কাছ থেকে কিনতে গেলে সব কয়টা প্লাগিন এর দাম কত পড়বে।আর আপনাদের কাছ থেকে আমরা যে হোস্টিং কিনব ওগুলো আপনারা নিজেরা তৈরি করেন।নাকি লাইসেন্স কিনে আমাদেরকে দিচ্ছেন
ডিজিটাল ওশেন থেকে হোস্টিং নিয়ে আপনাদেরকে দেওয়া হয় ।সবগুলো প্লাগিন আপনাদের প্রয়োজন হবে না। যে প্লাগিনগুলো আপনি ইউজ করতেছেন শুধু সেই প্লাগিনগুলোরই লাইসেন্স নেবেন। এখন আপনি কোন প্লাগিন গুলো মেনলি ইউজ করতেছেন ,তার ওপর ডিপেন্ড করে পেমেন্ট ধরা হবে
সবগুলো প্লাগিন্সের যদি প্রয়োজন না পড়ে। তাহলে কয়টা প্ল্যান প্রয়োজন পড়বে সেটা আমাকে জানান
সরি প্ল্যান না প্লাগিন হবে। আপনাদের ওয়েবসাইট ইউজ করার জন্য। মাস্ট বি যেগুলো প্লাগইন্স লাগবে।সেগুলোর সংখ্যা কয়টা। আর ১ টার মিনিমাম দাম কত পড়বে