- ফহামিদ ভাই ফ্রি বুটক্যাম্পে বলছিল তার কোম্পানি ফাইবার /আপওয়ার্ক এর মত প্ল্যাটফর্ম তৈরি করছে এবং এই বছরইটা লাঞ্চ হবে। এবং সপিফইয়ের মত প্ল্যাটফর্মেও কাজ চলছে আমরা যারা সার্ভিস নিয়ে কাজ করতে চাই তার জন্য দুটি প্ল্যাটফর্ম খুব উপকারে আসবে এ বিষয়ে একটু আপডেট জানতে চাচ্ছি
আসসালামু আলাইকুম, এইগুলি নিয়ে কাজ চলছে খুব শিঘ্রই আপডেট পাবেন।