আসসালামুআলাইকুম যারা সার্ভিস নিয়ে কাজ করবে তাদের ক্লায়েন্ট এর জন্য আনলিমিটেড ডলার সার্ভিস প্রোভাইড করতে হয় কিন্তু বাংলাদেশে ব্যাংক এর নিয়ম অনুযায়ী ১ বছরে শুধু ১২০০০ ডলার এন্ডোসমেন্ট করা জায়।কিন্তু ক্লায়েন্ট এর জন্য তো অনেক ডলার প্রয়োজন হয় ১ মাসেই ১২০০০ এর বেশি ডলার দরকার হবে।সেক্ষেত্রে করণীয় কী আর আমি জানি ইন্টারন্যাশনাল মার্কেট এ ক্লায়েন্ট নিজের কার্ড দিয়ে ডলার স্পেন্ট করতে বলে কিন্তু লোকাল মার্কেট ক্লায়েন্ট এর জন্য নিজের কার্ড দিয়ে ডলার স্পেন্ট করতে হয় সেক্ষেত্রে আনলিমিটেড ডলার স্পেন্ট এর জন্য কী কোনও কার্ড বা অল্টারনেটিভ কোনও সল্যুশন আছে ??
এখন পর্যন্ত নেই। তবে ফেইসবুকের সাথে চুক্তিবদ্ধ কিছু কোম্পানি আছে তারা এই বিষয়গুলো সহযোগিতা করে থাকে। কিন্তু আনলিমিটেড ডলার স্পেন্ড করার মত কোন সলিউশন নেই। ধন্যবাদ