❓ FAQ
আমার Support Executive কে ? এবং Discord এ কিভাবে জয়েন হবো ?
আপনার Support Executive ফোন কলের মাধ্যমে আপনার সাথে Contact করবে , সে আপনাকে তার Discord এ কানেক্ট করিয়ে নিবে , ইতিমধ্যে অনেক Student দের সাথে তার Support Executive কল দিয়ে কানেক্ট হয়েছে , আপনাকেও আপনার Support Executive Call দিবে, একটু অপেক্ষা করুন প্লিজ ।
২ টি Device দিয়ে কি কোর্স (Graphy) এক্সেস করা যাবে ?
দুঃখীত, কোর্স প্রাইভেসির কারনে এইটা করা সম্ভব না ।
যারা দেশের বাহিরে আছি তারা কিভাবে Support Executive এর সাথে কানেক্ট হবে ?
আপনার সাথে আপনার Support Executive Whatsapp / Imo অথবা ইমেইলের মাধ্যমে যোগাযোগ করবে এবং অবশ্যই আপনি যেই নাম্বার দিয়ে ওয়ার্কশপে জয়েন হয়েছেন সেটা দিয়ে Imo অথবা Whatsapp Account করে রাখুন ।
Graphy Login Issue
আমাদের লার্নিং প্লাটফর্ম গ্রাফিতে নির্দিষ্ট একটি ডিভাইসের একটি ব্রাউজার ছাড়া লগইন / এক্সেস করতে পারবেন না । অনেকেই ডিভাইস (কম্পিউটার / মোবাইল ) ব্রাউজার পরিবর্তন করার জন্য চেষ্টা করতে গিয়ে এখন আর লগইন করতে পারছেন না । তাই যাদের এই ধরনের সমস্যা হচ্ছে তারা নিচের এই ফর্মটি পূরণ করুন এবং অনুগ্রহ করে অপেক্ষা করুন, সিরিয়াল অনুযায়ী আপনার ডিভাইস রিসেট করে দেয়া হবে । ধন্যবাদ ।
ফরম লিংক 👉👉 https://forms.gle/EdNnNGS78Vu8ivyv7
ফরম লিংক 👉👉 https://forms.gle/EdNnNGS78Vu8ivyv7
Playback Is Not Allowed In This Device ( Graphy তে এইটা কেনো দেখাচ্ছে ? )
এই সমস্যা সাধারণত Apple Device এর ক্ষেত্রে হয়ে থাকে । Apple Device ছাড়া আপনি অন্য কোনো Device দিয়ে চেষ্টা করুন । তবে তার আগে Graphy তে আপনার Access Reset করিয়ে নিন। আপনার ডিভাইস যদি Apple না হয়ে থাকে এবং তারপরও যদি উক্ত সমস্যা হয় তাহলে আপনার Support Executive এর সাথে যোগাযোগ করুন ।
ওয়েবসাইট আমরা বানাবো নাকি Stepup দিবে ?
যেহেতু আপনি একজন উদ্যোক্তা হতে এসেছেন , তাই ওয়েবের ব্যসিক বিষয় গুলো আপনার ক্লিয়ার থাকা লাগবে, সেটা আমরা শিখাবো, যেনো আপনি নিজেই একটি সাইট বানাতে পারেন। তবে আমরা কমিটমেন্ট করেছিলাম আপনাদের একটি ওয়েবসাইট দিব, সেটা আপনি পাবেন ।