আসসালামুআলাইকুম স্যার! আমাদের মধ্যে অনেকেই StepUp community + StepUp Graphy + Discord এ জয়েন হয়ে ক্লাস ও ডিসকাশন শুরু করেছেন। আর বাকিরাও আশা রাখি অল্প সময়ের মধ্যে জয়েন হয়ে যাবে। আমার প্রশ্ন হলো- আসন্ন ঈদের ছুটিতে আমাদের কিছু বেশি করে task ও video দিলে আমরা এই সময়টা Skill gain করার জন্য কাজে লাগাতে পারতাম। আর আমার মত অনেকেরই কমবেশি technical knowledge আছে। তাই যারা যারা Digital Product বা Digital Service নিয়ে কাজ করবেন তাদের জন্য আলাদা কোন উদ্যোগ নেয়া যায় কিনা…দয়া করে বিবেচনায় নিবেন। ধন্যবাদ
ভাই এখানে মুটামুটি সব ধরনের মানুষ আছে। তাই ফাহমিদ ভাই বেশি ভিডিও দিলে অনেকে সমান তালে যেতে পারবে না। আমি মনে করি ওরা যেই নিয়মে দিচ্ছে সেটাই ভালো। আমিও এজেন্সি করার প্ল্যান করতেছি আপাতত। কারণ ইনভেস্টমেন কম।
ভাই আমিও একমত আপনার সাথে. ফাহমিদ ভাই যেইভাবে দেখাচ্ছে ওইভাবেই দেখাক, তাহলে নতুনদেরও জন্য অনেক ভাল হবে. আমিও এজেন্সি বিল্ড করার আশায় আছি. আল্লাহ আমাদের তৌফিক দান করুক আমিন
এটা ওয়ার্ক সপ। স্কুলের ক্লাস না যে সবার সমান তালে আগাতে হবে। স্কিল বা বিজনেজ অনুযায়ী কয়েক ভাগে ভাগ করা উচিত ছিল। যে সিরিয়াস, যে পরিশ্রম করতে পারে তাকে অন্য সবার জন্য স্লো করে দেয়া ঠিক না।
StepUp Technology Ltd. মনে হয় এমন কিছু প্লান আছে। তা না হলে Workshop এ জয়েন হওয়ার সময় যে ফরম পূরণ করা হয়েছিল সেখানে প্রশ্নগুলো পর্যালোচনা করলে আমার এমন মনে হয় যে, ভবিষ্যতে যারা একটু এডভান্স লেভেলের তাদেরকে Scaleup করে Categorize করে সাপোর্ট দেওয়া।