আলহামদুলিল্লাহ! ছুম্মা আলহামদুলিল্লাহ!
এত দ্রুত ফেসবুক পিক্সেল সেটাপ ও সার্ভার সাইড টেকিং সেটআপ পাবো কল্পনাও করিনি।
আজকে সকালে আমার সাপোর্ট এক্সিকিউটিভ Rony Talukdar- StepUp ভাইকে আমার GTM এবং মেটা বিজনেস এর এক্সেস দেই। ভাবছিলাম হয়তো আগামীকাল কাজ হয়ে যাবে। কিন্তু ভাই তো পুরা কম্পিউটার গতিতে আমার কাজ খুব দ্রুত করে দিয়েছেন। আসরের নামাজের পরই ফোন দিয়ে বলতেছে ভাই আপনার সবকিছু সেটআপ হয়ে গেছে।
দোয়া করি ভাইয়ের জন্য ভবিষ্যতে যেন এভাবে আমাদের পাশে থেকে সাপোর্ট দেয়। আর ফাহমিদ ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এরকম একটি সাপোর্ট টিমের ব্যবস্থা করে দেওয়ার জন্য। আরো ধন্যবাদ জানাই StepUp টিম কে। অনেক শুভকামনা রইল StepUp পরিবারের সবার জন্য।
অলাইকুমুস সালাম, আপনার মতামত শেয়ার করার জন্য আপনাকে Stepup Technology Ltd এর পক্ষ থেকে ধন্যবাদ।