আসসালামু আলাইকুম ভাইয়া,
আমর একটি বিষয় জানার ছিল :
বিষয়টি হল- ফাহমিদ ভাইয়া বলেছিলেন যে, যারা ডিজিটাল পোডাক্ট নিয়ে কাজ করবে তাদেরকে একটা রেডিমেট ওয়েবসাইট রিসেল প্যানেল সহ দেয়া হবে যাতে করে তাড়াতাড়ি শুরু করতে পারেন। এখন আমি সিদ্ধান্ত নিয়েছি জিটাল পোডাক্ট নিয়ে কাজ করবো। তো আমি কিভাবে কি করতে পারি বা কিভাবে ওয়েব সাইট পেতে পারি জানালে খুশি হব। ধন্যবাদ
ডিজিটাল পোডাক্ট এবং ডিজিটাল পোডাক্ট ওয়েবসাইট আপদের দেয়া হবে । তার জন্য আপনাকে ওয়েব সাইট maintenance and meta-marketing course complate করার পর পাবেন। যাতে আপনি সফল হতে ভালো ফলাফল করতে পারেন।
আমি ডিজিটাল প্রডাক্টেই বেশি interested। কিন্তু আমার IT knowledge খুবই কম।এই বিষয়ে পরামর্শ চাই। আমি সরকারি চাকরি করি।এক্ষেত্রে কী কোন সমস্যা হবে?