Video গুলো ধারাবাহিক ভাবে upload করা হোক.. Meta marketing course এখনো শেষ হয় নি এর মধ্যে Google tag manager cours upload করা হয়েছে।
website related Course গুলো আগে দেওয়া প্রয়োজন,
website হাতে পেলে বাকি কাজ গুলো আমরা দেখে দেখে করতে পারবো। website এর ভিডিও গুলো আগে upload দেয়া হোক।
same problem
website related Course গুলো আগে দেওয়া প্রয়োজন
একমত পোষণ করছি।
একমত
আপনার কথায় একমত প্রকাশ করছি।
একটি কোর্স কমপ্লিট না করেই আরেকটি কোর্স শুরু করা হয়, যা আমাদের বা আমার ধারাবাহিক লার্নিংটা ঠিক মতো হচ্ছে না। আপনার সাথে একমত ভাই।
আপনার সাথে একমত ভাই
আমি। মেটা মার্কেটিং কোর্সের এখন অনেক ক্লাস বাকি মনে হচ্ছে। যেমন :রিটার্গেটিং।
I’m also agree with you
ভাইয়া আমার মনে হয় মেটা মার্কেটিং এ ফাহমিদ স্যার একদম এডভান্স শিখিয়ে দিয়েছেন বাকিটা আমরা প্রাকটিস করলে আরো ইজি হয়ে যাবে। আমি তো আলহামদুলিল্লাহ এড চালাচ্ছি অর্ডার ও পাচ্ছি
Meta marketing course – Custom audience / bit /Re target / সহ আরো কিছু advance topic details এ আলোচনা করা হয় নি। এছাড়াও Real Life experience থেকে আমাদের কিছু tips share করবেন যা থেকে আরমরা আরো ভালো result আনতে পারি।
একমত পোষণ করছি।
আমিও একমত ওয়েবসাইট এর ক্লাস গুলো আগে দিলে ভালো হতো । আমরা এখন এ্যড রান বা গুগোল ট্যাগ এগুলো দেখে দেখে কাজ করতাম
আমি ওই ব্যাপার নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। কোর্সগুলো একটু এলোমেলো হয়ে যাচ্ছে একসাথে কয়েকটা কোর্স শুরু হয়েছে। এভাবে না করে একটা সিরিয়াল মেনটেন করে করলে ভালো হতো। এছাড়া আগে ওয়েবসাইট নিয়ে কোর্সগুলো শিখানো দরকার। আমরা যারা নন টেকনিক্যাল তাদের বুঝতে অনেক অসুবিধা হচ্ছে। হাতে কলমে একটার পর একটা ধারাবাহিকভাবে করলে মনে হয় ভালো হয়।
Live boot-camp এর সময় Fahmid vai বলছিলেন যে workshop Start করবে না, কারণ workshop start করলে উনি Bunsen এ সময় দিতে পারেন না,কোনো ক্লায়েন্ট এর কাজ করতে পারেন্না, Workshop মেম্বারদের সময় দিতে হয় তাদের কে হাতে কলমে দরে শেখানো লাগে।পরে সবার কথায় উনি রাজি হলেন এবং বললেন যে – যে Workshop চলা কালিন উনি বাহিরের কোনো কাজ নিবেন না এবং করবেননা।
কিন্তু এখন তো মনে হচ্ছে উনি কাজের চাপে আমাদের কথা ভুলেই গেছেন।আমরা যে প্রতিনিয়ত কমিউনিটি তে পোস্ট করে আমাদের বিভিন্ন সমস্যা বা মতামত জানাই সেগুলো কোনো রিপ্লাই ওনার ভিডিওর মাধ্যমে পাই না। আমাদের কোনো লাইভ QNA হচ্ছে না.! উনি আগের কিছু রেকর্ড করা ভিডিও মাঝে মধ্যে আপলোড করেন সেটাও ধারাবাহিক ভাবে না।
এবং workshop roadmap যে ভাবে আমাদের এগোনোর কথা ছিলো তাও হচ্ছে না। আমরা অনেকটাই পিছিয়ে পড়ছি।তাই আমার অনুরোধ এই যে Fahmid ভাইকে আমাদের এই বিষয় গুলো জানাবেন। ধন্যবাদ।