আসসালামু আলাইকুম,
আজ আমি খুবই আনন্দিত, কারণ আজ আমি প্রথম বিজ্ঞাপন Run করতে যাচ্ছে, মনে হচ্ছে ধাপেধাপে আমি আমার স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছি StepUp টিমের সাহায্যে,
অসংখ্য ধন্যবাদ Himal_StepUp ভাইয়া কে তার অনেক অবদান ছিলো আমার এই পর্যন্ত আসার পিছনে ইনশাআল্লাহ সামনেও থাকবে, আমি জানি ধন্যবাদ দিয়ে তার ও StepUp টিমের এর অবদান ওজন করা সম্ভব হবে না।
Himal_StepUp ভাইয়াকে যখন নক দিয়েছি তখনই রিপ্লাই পেয়েছি, আমি প্রতিটি সমস্যা তাকে জানাই সে সাথে সাথে আমাকে সমস্যাটি সমাধান করার জন্য সাহায্য করে,মাঝে মাঝে সাপোর্ট মিটিংয়েও আমাকে নিয়ে যান সমস্যাটি সুন্দর ভাবে সমাধান ও বুঝিয়ে দেওয়ার জন্য, মাঝে মাঝে ভাইয়া নিজেই আমার সাথে Zoom এ জয়েন্ট হয়েও বিভিন্ন বিষয় দেখিয়ে দিয়েছে সমাধান করে দিয়েছেন, যেমন আজ হঠাৎ Ads ক্যাম্পেইনে গিয়ে নতুন একটি অপশন দেখতে পেলাম যেটা আগে কখনও আমার নজরে পড়ে নাই, ভাইয়া কে স্ক্রিনশট দিয়ে জিজ্ঞেস করলাম এটা কি? ভাইয়া আমাকে বললো আমি Zoom এর লিংক দিচ্ছি আপনি কানেক্ট হন,প্রায় ২০ – ৩০ মিনিট ধরে আমাকে বিষয় দেখিয়ে ও বুঝে দিলো সাথে আবার বললো পরবর্তী কোন সমস্যা হলে আমাকে জানাবেন, এতো আন্তরিকতা দেখে আমি অবাক- দোয়া করি ভাইয়ার জন্য,
একটা কথা না বললেই না আমি ভাইয়াকে ১ দিন আগে বলেছিলাম যে ভাইয়া আমি বিজ্ঞাপন Run করতে চাই আমার পিক্সেলটি রেডি করে দেন একটু,সেই দিন ভাইয়া রাত ৩:০০ পর্যন্ত জেগে পিক্সেল সেটআপ করেছেন এবং আমাকেই সকালে Zoom -য়ে এসে সব কিছু বুঝিয়ে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর ভাবে সাপোর্ট দেওয়ার আসা করি সামনের দিন গুলি আরো ভালো সাপোর্ট পাবো।
অসংখ্য ধন্যবাদ জানাই-
ফাহমিদ আল নাইম ভাইয়া, Himal_StepUp ভাইয়া সাথে StepUp টিমের সকল মেম্বারদেরকে