একটা বিষয় বুঝলাম না দুমাইয়া শুধু এডরান কি ভাবে করবো তার ক্লাস বিডিও দিচ্ছে, যথচ এড একাউন্টের মত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কোন ক্লাসেই নেই, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে একটা এড একাউন্ট কি ভবে ক্রিয়েট করবো সেটা, সেটার কোন ক্লাস বা কোর্স না দিয়ে এসব কি বুঝলাম না,আমি এড একাউন্টেই ক্রিয়েট করতে পারলাম না,এডএকাউন্টের বেসিক টু এডবান্স কিছুই শিখলাম না,এড রানের ক্লাস বিডিও দেখে কি করবো,ফাহমিদ স্যার আপনার নিকট অনুরোধ এটা নিয়ে বেসিক টু এডবান্স ক্লাস দিন!
জি ভাই আপনার বিষয়টা বুঝতে পেরেছি। এই বিষয়টা ম্যানেজমেন্ট টিমকে জানানো হবে